প্রাথমিক শিক্ষা পরিবার সেনাবাহিনীর থেকেও বড়: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষা পরিবার সেনাবাহিনীর থেকেও বড় উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আমরা ৫ লাখ এ পরিবারের সদস্য। যা সেনাবাহিনীর থেকে বড়। সরকারি চাকরিজীবীদের এক করলে প্রাথমিক শিক্ষা পরিবার এক তৃতীয়াংশ। সবাই ১ হাজার করে টাকা দেন। ৫ লাখ হাজার টাকায় ব্যাংকের মূলধন হয়ে থাকবে।
মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষকদের চিকিৎসা ভাতা ও উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সব সংস্থা ও বাহিনীর ব্যাংক আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের কেন প্রধানমন্ত্রীর অনুদানের অপেক্ষায় থাকতে হবে। শিক্ষকরা নিজেদের ব্যাংকের টাকা দিয়ে নিজেরা উপবৃত্তি-অনুদান- সহায়তা দিতে পারতেন। আমরা কেন অপেক্ষা করবো অনুদানের লাভ পাওয়ার আর সে টাকায় বিপদগ্রস্ত শিক্ষকদের সহযোগিতা করার।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ব্যবসাপ্রতিষ্ঠান গড়তে পারে। প্রাথমিক শিক্ষা পরিবার চাকরিজীবীদের মধ্যে সর্ববৃহৎ। শিক্ষকরা ইচ্ছা করলে কল্যাণ ট্রাস্টকে অনেক বড় করে ফেলতে পারে।
শিক্ষকরা ইচ্ছে করলেই ব্যাংক বানিয়ে ফেলতে পারে এমন উৎসাহ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের সামান্য টাকা একত্রিত করতে পারলে অনেক বিশাল তহবিল হবে। আপনারা ইচ্ছা করলে একটা ব্যাংক তৈরি করে ফেলতে পারেন, একটা প্রাথমিক ব্যাংক। ভালো হাসপাতাল তৈরি করে ফেলতে পারেন আপনারা।
শিক্ষকদের কল্যাণে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি বলেন, ১৯৭৩ সালে বিভীষিকাময় দিনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, স্বাধীন দেশ, স্বাধীন জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তৈরি করতে হবে। তা না হলে স্বপ্নের স্বাধীনতা ও স্বপ্নের বাংলাদেশ কিছুই ধরে রাখা সম্ভব হবে না। তখন তিনি প্রায় দেড় লাখ শিক্ষককে জাতীয়করণ করেছিলেন। শেখ মুজিবুর রহমান প্রথম শিক্ষকদের জাতীয় পর্যায়ে মূল্যায়ন করেছেন।