বড় হওয়ার চেয়েও ভালো মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ: মাউশি মহাপরিচালক
খুলনার ডুমুরিয়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী শাহপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই পৃথিবীতে বড় হওয়ার চেয়েও ভালো মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। নৈতিকতা ছাড়া শিক্ষা অন্ধ, আর মানবিকতা ছাড়া জ্ঞান নিষ্প্রাণ। সততা, সত্যবাদিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সহানুভূতি—এই গুণগুলোই একজন শিক্ষার্থীর জীবনের মূল ভিত্তি হওয়া উচিত।
তিনি আরও বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো মানুষ গড়ার শিল্প এবং চরিত্র নির্মাণের প্রক্রিয়া। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। পড়াশোনা ও খেলাধুলা পরস্পরের পরিপূরক—একটি অন্যটির প্রতিদ্বন্দ্বী নয়।
প্রফেসর বি এম আব্দুল হান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জয়-পরাজয় যাই হোক, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই সবচেয়ে বড় সাফল্য। পরাজয়ের মধ্যেই ভবিষ্যৎ সাফল্যের বীজ লুকিয়ে থাকে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আলোয় নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে তাদের মানসিক সুস্থতা, আগ্রহ ও প্রতিভাকে গুরুত্ব দিতে হবে। তুলনা নয়, বরং উৎসাহ ও অনুপ্রেরণাই শিশুদের এগিয়ে যেতে সাহায্য করে। একই সঙ্গে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, একজন শিক্ষক কেবল পাঠদানকারী নন—তিনি একজন পথপ্রদর্শক ও অনুপ্রেরণাদাতা। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ফার্মাসিটিক্যাল বিজ্ঞানী ও শিক্ষানুরাগী শামসুল করিম বাকার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। এছাড়া বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।