ভালোবাসা আর যত্নে বিকশিত হচ্ছে বিশেষ শিশুরা— গোল্ডেন কিডসের ৯ বছরের মানবিক যাত্রা
দেশে অটিজম ও ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর সংখ্যা লাখের ঘরে পৌঁছালেও সামাজিক কুসংস্কার, আর্থিক সীমাবদ্ধতা ও সচেতনতার অভাবে এখনো বড় একটি অংশ বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা ও থেরাপি থেকে। বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশুর জন্য দেশে বিশেষায়িত স্কুল ও সেবাকেন্দ্রের সংখ্যাও খুবই সীমিত। অথচ যথাযথ যত্ন, ভালোবাসা ও বৈজ্ঞানিক পরিচর্যা পেলে এসব শিশুরাও নিজেদের সক্ষমতা অনুযায়ী বিকশিত হতে পারে; এই বিশ্বাসকে ধারণ করেই গত নয় বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
২০১৬ সালের ৫ জানুয়ারি সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবীরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুরু থেকেই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল বিশেষ শিশুদের জন্য একটি নিরাপদ, সহানুভূতিশীল ও কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা; যেখানে তারা ভয় বা অবহেলা নয়, পাবে সম্মান ও যত্ন।
গোল্ডেন কিডসে বিশেষ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ, ভাষা শিক্ষা, সামাজিক দক্ষতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় দক্ষতা ধাপে ধাপে ও অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। প্রতিটি শিশুর সক্ষমতা ও প্রয়োজন আলাদাভাবে মূল্যায়ন করে তার জন্য পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো- স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে বৃত্তির ব্যবস্থা, যাতে অর্থনৈতিক সংকট কখনোই কোনো শিশুর সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে।
প্রতিষ্ঠানটির সুবিধাসমূহ
গোল্ডেন কিডসে বিশেষ শিশুদের জন্য স্বল্প ব্যয়ে, পারিবারিক ও বন্ধুসুলভ পরিবেশে স্কুলিংয়ের সুযোগ রয়েছে। অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ১:১ ও ১:২ পদ্ধতিতে পাঠদান করা হয়, যা বিশেষ শিশুদের জন্য অত্যন্ত কার্যকর। পাশাপাশি শিশুদের প্রয়োজন অনুযায়ী অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং ফিজিওথেরাপির সেবাও প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা ক্লাসরুম ও থেরাপি রুম, যা শিশুদের জন্য নিরাপদ ও মনোযোগী পরিবেশ নিশ্চিত করে। এখানে প্রতিটি শিশুকে আলাদা করে বোঝা হয়; তাদের মানসিক ও শারীরিক বিকাশ, ভাষা শিক্ষা, সামাজিক যোগাযোগ, সৃজনশীলতা এবং দৈনন্দিন জীবনযাপনের প্রস্তুতি দেওয়া হয় ধীরে ধীরে, ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে।
কর্তৃপক্ষ জানায়, গোল্ডেন কিডস শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি বিশেষ শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়, একটি সম্ভাবনার আলো। এই মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত ও টেকসই করতে সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। কারণ প্রতিটি শিশুই বিশেষ; শুধু তাদের জন্য দরকার একটু বেশি সময়, একটু বেশি যত্ন আর নিঃশর্ত ভালোবাসা।
ভবিষ্যতে অভিভাবকহীন বিশেষ শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ রেসিডেনশিয়াল সেন্টার গড়ে তোলার স্বপ্নও লালন করছে গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন; যেখানে তারা পাবে নিরাপত্তা, শিক্ষা ও মানবিক স্পর্শে ভরপুর একটি জীবন।
প্রতিষ্ঠানের ঠিকানা
বাড়ি# ৪০, রোড নং # ২২, রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬। যোগাযোগ- ০১৩২৩৫৭৮৮০২, ০১৩২৩৫৭৮৮০৩। যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠানটির ফেসবুক পেজেও fb.com/GoldenKidsBD