১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩

নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার   © সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে সুমাইয়া আক্তার (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া উপজেলার গাজীরটেক এলাকার প্রবাসী মো. আকরামের মেজো মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিনআগে নানাবাড়ি সুতারপাড়া এলাকায় বেড়াতে আসে সুমাইয়া। দুপুরে ওই বাড়িতে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে তিনতলা ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। 

পরে তার নানাবাড়ির লোকজন সুমাইয়াকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। এ সময় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।