পড়াশোনায় মনোযোগী হতে বলায় বাবা-মায়ের প্রতি অভিমান, কঠিন সিদ্ধান্ত কিশোরের
পড়াশোনায় মনোযোগী হতে বলায় বাবা-মায়ের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর রহমান তামিম। আজ বুধবার ( ২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়ার শান্তিবাগে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিকুর রহমান তামিম (১৬) কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে। তার পিতার নাম হাফেজ ফয়জুর রহমান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তামিমকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য তাগাদা দিলে অভিমান করে নিজ বাসা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় বাসায় কেউ উপস্থিত ছিল না। তামিমের মৃত্যুতে প্রায় বাবা মা পাগল প্রায় এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ফাঁসিতে ঝুলে তামিম নামের এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।