২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১

বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশনা দিল এই শিক্ষাপ্রতিষ্ঠান

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২৬ অক্টোবে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড ছাত্রজীবনের পরিপন্থী বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে

এতে আরও বলা হয়, ‘তোমরা এখনো ছাত্র। তোমাদের কাজ পড়াশোনা করা। ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার যথেষ্ট সময় পাবে। কিন্তু এখন এসব করে তোমরা ব্যবহার হয়ে যাচ্ছ।‘

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের জীবন মূল্যবান — তোমাদের পিতা-মাতা, শিক্ষক ও রাষ্ট্রের কাছে। তাই এসব কাজে নিজেকে ছোট করে ফেলো না। আমার এই উপদেশ মানলে একদিন অনেক বড় হবে।‘

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জানান, ‘নোটিশটি ক্লাসের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়িয়ে শোনানো হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি—স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটি আমাদের শেষ সতর্কবার্তা। এরপর যদি কেউ এ ধরনের কাজে জড়িত হয়, অভিভাবককে ডাকা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।‘

বিজ্ঞপ্তিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উদ্যোগটিকে স্বাগত জানান। স্থানীয় হেলাল উদ্দিন বলেন, ‘এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। ছাত্ররা আগে ভালোভাবে পড়ালেখা শেষ করুক, এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করার যথেষ্ট সময় থাকবে।‘
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ‘আমরা চাই শিক্ষার্থীরা ছাত্র বয়সে শুধু পড়ালেখায় মনোযোগ দিক। জীবনের এই সময়টাই মূল ভিত্তি, অন্য কাজ করার অনেক সময় সামনে আছে।‘