এসইডিপির পুরস্কার পেলেন ৩১ জন শিক্ষার্থী
ময়মনসিংহ সদরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি প্রকল্পে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের ব্রক্ষপুত্র হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, বিশেষ অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণ চন্দ্র বসাক, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার।