২১ জুলাই ২০২৫, ১৭:১৬

মাইলস্টোন শিক্ষার্থী সায়েরকে খুঁজে পাচ্ছেন না সাংবাদিক বাবা

মাইলস্টোন শিক্ষার্থী সায়ের  © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এদিকে শিক্ষার্থীদের অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে সায়ের নামে এক শিক্ষার্থীকে খুঁজছেন বাবা সেলিম জাহিদ। তিনি প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নিজ আইডিতে দেওয়া পোস্টে সেলিম জাহিদ লেখেন, ‌‘আমার সায়েরকে এখনো খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোনের মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্রাশ করেছে।’