শরীরে জ্বর নিয়ে স্কুলে শিক্ষার্থী, হাসপাতালে নেয়ার পর মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় জ্বরে আক্রান্ত অবস্থায় স্কুলে গিয়ে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রবিবার (১৩ জুলাই) এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীর নাম বিজয় বড়ুয়া। সে আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের কেয়াগড় গ্রামের রাহুল বড়ুয়া ও লিমা বড়ুয়া দম্পতির ছেলে। বিজয় স্থানীয় অগ্রযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে জ্বরে আক্রান্ত হয় বিজয়। রোববার সকালে তেমন কিছু না ভেবে তাকে স্কুলে পাঠানো হয়। ক্লাস চলাকালেই সে বারবার অসুস্থ বোধ করায় বিষয়টি শিক্ষককে জানায় সহপাঠীরা। বিষয়টি বুঝতে পেরে শিক্ষিকা আকলিমা আকতার খানম দ্রুত তার মা লিমা বড়ুয়াকে খবর দেন এবং ছুটি দিয়ে বাড়ি পাঠান।
বাড়ি ফেরার পথে বিজয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। বমি করে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট বিজয়।
আরও পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেড চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব
ছেলের মৃত্যুতে শোকে কাতর বাবা রাহুল বড়ুয়া বলেন, ‘জানতাম জ্বর হয়েছে, কিন্তু এমন কিছু হবে ভাবিনি। অসচেতনতার কারণে ওকে স্কুলে পাঠাই। সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো ছেলেটাকে বাঁচানো যেত।’
বিদ্যালয়ের শিক্ষিকা আকলিমা আক্তার খানম বলেন, ‘বিজয় অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। ক্লাসে তার রোল নম্বর ছিল ২। তার এমন মৃত্যু আমাদের জন্যও হৃদয়বিদারক। আমরা সব সময় শিশুদের যত্ন নেই, তবে পরিবারগুলোকে আরও বেশি সচেতন হতে হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটি হাসপাতালে আনার সময় জ্বর ও খিঁচুনির লক্ষণ ছিল। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে রেফার করা হয়। সেখানেই সে মারা গেছে বলে জেনেছি।’