প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হচ্ছে ষষ্ঠ-অষ্টম শ্রেণির পাঠদান কার্যক্রম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৫:৩৫ PM

জাতীয় শিক্ষানীতি মেনে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া নিম্নমাধ্যমিক পর্যায়ের শ্রেণিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত ১২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই স্কুলগুলোর নিম্নমাধ্যমিক পর্যায়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে।
ফলে আগামী বছর থেকে বন্ধ করে দেওয়া হবে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কার্যক্রম। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ওই স্কুলগুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির না করাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষায় মনোযোগ দিতে চাচ্ছি, তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাই চালু থাকবে। যে প্রাইমারি স্কুলগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু ছিল, সেগুলোর ওই তিন শ্রেণির পাঠদান বন্ধ করা ও নতুন শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা।’
তিনি আরো বলেন, তাই ওই স্কুলগুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করতে বলা হয়েছে। আমাদের প্রাইমারি স্কুলগুলোর পর্যাপ্ত অবকাঠামো ও জনবল ছিল না। ফলে প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠদান খুব ভালো হয়নি। তখনকার সরকার খুব ভেবে-চিন্তে সে সিদ্ধান্ত দেয়নি। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষা চালুই ছিল।
এদিকে, গত রবিবার (১৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এক অনুষ্ঠানে বলেছেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়ে গেছে। ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে। নতুন করে ভর্তি করাবেন না।
এর আগে, সর্বশেষ ২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করে তা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছিল সেসময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।