প্রাথমিক শিক্ষকদের নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্যের আলোকে দ্যা ডেইলি ক্যাম্পাসসহ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের স্বাক্ষরে এ ব্যাখ্যা পাঠানো হয়েছে।
‘বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান—শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিকের উপদেষ্টা’ শিরোনামে দ্যা ডেইলি ক্যাম্পাসে খবরটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের নজরে এসেছে। এটি জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন।
উপদেষ্টা বলেছেন, ‘আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। বক্তব্যের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে পূর্ণাঙ্গ তথ্যাদি উপস্থাপন না করে বিকৃত অর্ধসত্য বক্তব্য উপস্থাপিত হয়েছে। মূলবক্তব্যে কতিপয় প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের শ্রেণিকক্ষে শিক্ষাদান ও নিয়মিত উপস্থিতির ক্ষেত্রে তাদের উদাসীনতার বিষয়কে উল্লেখ করা হয়েছে। যেসকল শিক্ষক নিয়মিতভাবেই বিদ্যালয়ে শিক্ষাদান কর্মকান্ডে অনুপস্থিত থাকছেন এবং প্রকারান্তরে প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে ও তাদের অভিভাবকদের সাথে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান ব্যাখ্যা করতে বক্তব্যের উল্লিখিত অংশটুকু প্রদান করা হয়েছে। শিক্ষকদের বেতনভাতার বিষয়ে কোনরূপ বক্তব্য প্রদান করা হয়নি।’
আরো পড়ুন: টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে এলানের টেসলা জয়
প্রাথমিকে শিক্ষকদের বেতনভাতার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে জানিয়ে ব্যাখ্যায় বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষকদের বেতনভাতার বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজে অত্যন্ত আন্তরিক এবং ইতোপূর্বে আমার বিভিন্ন বক্তব্যে ও গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে সেটা স্পষ্ট করেই বলেছি। তাই প্রকাশিত সংবাদে বেতনভাতার বিষয়টি জড়িয়ে যে বিকৃত, অর্ধসত্য শিরোনামসহ সংবাদ যেভাবে উপস্থাপিত হয়েছে তা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। এ ধরনের বক্তব্য আমি প্রদান করিনি।’
প্রতিবেদকের বক্তব্য: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, তার আলোকেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে বক্তব্য দেন।