দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:০৩ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ PM
দক্ষিণ কোরিয়ার অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কাইস্ট) রয়েছে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি স্প্রিং সেমিস্টারে স্কলারশিপ দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ কোরিয়ার দেজন শহরে অবস্থিত। বিজ্ঞান ও প্রযুক্তির অত্যাধুনিক গবেষণার জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠানকে এশিয়ার এমআইটিও বলা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টি বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪১তম এবং এশিয়ার মধ্যে ১২তম স্থানে রয়েছে।
প্রসিদ্ধ বিজ্ঞানী ও গবেষকদের তত্ত্বাবধানে শেখার সুযোগ রয়েছে কাইস্টে। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাবেন।
এই স্কলারশিপের মাধ্যমে যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে,
ন্যাচারাল সায়েন্স কোর্স:
ফিজিকস; কেমিস্ট্রি; ম্যাথমেটিক্যাল সায়েন্স।
লাইফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স:
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার অ্যান্ড কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কম্পিউটার সায়েন্স; বায়োলজিক্যাল সায়েন্স, ব্রেন অ্যান্ড কগনিটিভ সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং।
লিবারেল আর্টস ও বিজনেস কোর্স:
ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, গ্লোবাল ইনোভেশন ও টেকনোলজি প্রোগ্রাম, কালচার টেকনোলজি।
আরও পড়ুনঃ সৌদিতে উচ্চ শিক্ষা: মাসিক বৃত্তি ও আসা-যাওয়ার টিকিট ফ্রি
আবেদনের যোগ্যতাঃ
১.যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
২.মাস্টার্সে আবেদন করার জন্য শিক্ষার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৩.পিএইচডিতে আবেদনের জন্য মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪.কোরিয়ান নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।
৫.ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে। যেমন: আইএলটিএস ৬.৫, টোফেল ৮৩, টোইআইসি ৭২০ ও টিইপিএস ৫৯৯
সুযোগ-সুবিধাঃ
টিউশন ফি মওকুফ।
মাস্টার্সের জন্য মাসিক হাতখরচ - ৩৫০,০০০ কোরিয়ান ওন।
পিএইচডির জন্য মাসিক হাতখরচ - ৪০০,০০০ কোরিয়ান ওন।
মেডিকেল ইনস্যুরেন্স।
রিসার্চ অ্যাসাইনমেন্টের জন্য বাড়তি আর্থিক সহায়তা।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
আবেদনের সব কাগজপত্র ইংরেজি কিংবা কোরিয়ান ভাষায় জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি, অ্যাপ্লিকেশন ফরম, সিভি, মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র, ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট, দুটো রেকমেন্ডেশন লেটার, রিসার্চ প্রপোজাল, ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট অব পারপাস, কাজের অভিজ্ঞতা (যদি থাকে), নিয়োগকারীর লিখিত প্রমাণ, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজ সার্টিফিকেট।
আবেদনের প্রক্রিয়াঃ
কাইস্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
ফরমটি পূরণ করা হলে তা প্রিন্ট করে অন্য সব ডকুমেন্টের হার্ডকপি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইটঃ https://admission.kaist.ac.kr/intl-graduate/notice/
আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২২