বিদেশে মাস্টার্স-পিএইচডি করতে প্রধানমন্ত্রীর ফেলোশিপ পেলেন ৪৮ জন

 প্রধানমন্ত্রীর ফেলোশিপ
প্রধানমন্ত্রীর ফেলোশিপ  © ফাইল ছবি

বিদেশি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি করতে ৪৮ জন প্রার্থী প্রধানমন্ত্রীর ফেলোশিপ পেয়েছেন। সোমবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ প্রকল্পের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২২-২৩ এ নিম্নবর্ণিত প্রার্থীগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করার নিমিত্তে শর্ত সাপেক্ষে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।

আরও পড়ুন: দুই ভর্তি পরীক্ষায় প্রথম তিন সুমাইয়া, তৃতীয় আরেক সুমাইয়া

পিএইচডি করতে ফেলোশিপ প্রাপ্তরা হলেন-

আবাহন মজুমদার, ইডেনবার্গ ইউনিভার্সিটি; ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড; আইরিন আসাদ, ইউনিভার্সিটি অফ গ্লাসগো; আসিফ ইমতিয়াজ, লন্ডন স্কুল অফ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স; সাদ্দাম হোসেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুর; সালিমা সুলতানা, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার; তাসলিমা জাহান মৌ, ইউনিভার্সিটি অফ ইডেনবার্গ; সৌমিক সাহা, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড; সাজন পল, এমসিগিল ইউনিভার্সিটি।


সর্বশেষ সংবাদ