স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে
অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর সোশ্যাল স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। থাকছে স্নাতক এবং স্নাতকোত্তরে যেকোনো বিষয়ে পড়ার সুযোগ। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর ২০২২।
উক্ত স্কলারশিপের জন্য ল্যাটিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উল্লেখিত দেশগুলো ছাড়া আন্তর্জাতিক অধ্যয়নের অর্থায়নের সংস্থান নেই এবং স্কলারশিপের বাহিরে আর কোন সুযোগ-সুবিধা পাবে না৷ (উদাহরণ: অস্ট্রেলিয়া পুরস্কার)।
আবেদনের যোগ্যতা:
• প্রাথমিক ভিসা আবেদনকারী হতে হবে।
• শহর অঞ্চলে (সমুদ্র অঞ্চল হলে অযোগ্য বলে বিবেচিত হবে) অবস্থান থাকতে হবে ।
• ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে বিভিন্ন বিষয়ে ডিগ্রির জন্য আবেদন করেছেন কিন্তু এখনও শুরু করেননি।
• যারা ন্যূনতম ৮০ % গড় (বা সমতুল্য) দিয়ে প্রোগ্রামের একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করেছেন।
• ইউনিভার্সিটি অফ ক্যানবেরা দ্বারা জারি করা যেকোনো ধরনের অফার লেটার (শর্তসাপেক্ষ বা অস্থায়ী অফার সহ) পেয়েছেন।
• অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসায় পড়ার জন্য আবেদন করছেন।
• যে সকল শিক্ষাথী মাত্র স্নাতক বা স্নাতকোত্তর শুরু করেছেন।
সুযোগ-সুবিধাসমূহ:
• প্রতি বছরে $50,000 AUD (প্রায় ত্রিশ লক্ষ টাকা) পর্যন্ত দেওয়া হবে। যা পূরণ করবে, কোর্সের সময়কালের আপনার সমস্ত টিউশন ফি
ক্যাম্পাসে থাকার ব্যবস্থা
$10,000 AUD ( প্রায় ৭০ হাজার টাকা ) বার্ষিক আর্থিক ভাতা প্রথম বছরে অন্যান্য বিবিধ খরচ
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.canberra.edu.au/campaign/vice-chancellors-social-champion-scholarship