২১ মে ২০২২, ১৪:১৭

স্কলারশিপ নিয়ে ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ

ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য  © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় (ইউইএ)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে কানাডায় পোস্টডক করার সুযোগ

‘ইউইএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ স্কলারশিপের মূল্য ১৮ হাজার ৫০০ পাউন্ড যার পরিমাণ প্রায় ২০ লক্ষ ২৩ হাজার টাকা।
 
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদ ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যে কোনো বিষয় নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। কোর্স ভেদে এর সময়সীমার ভিন্নতা রয়েছে।

ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া ইংল্যান্ডের নরউইচে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পাকিস্তানে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* এ স্কলারশিপের মূল্য ১৮ হাজার ৫০০ পাউন্ড যার পরিমাণ প্রায় ২০ লক্ষ ২৩ হাজার টাকা।
* ইন্টার্নশিপের সুযোগ।
*  ইংল্যান্ডে পড়াশোনা করার এটি একটি ভাল সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারেন।
* অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।
* প্রার্থীকে অবশ্যই স্কুল অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে যেকোন কোর্স করতে আগ্রহী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন