রয়েল থাই স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন থাইল্যান্ডে
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগমী ৩১ মে।
পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি
এ স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ডর সরকার বহন করবে। রয়েল থাই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, আবাসন ব্যবস্থা ও জীবনযাত্রা ভাতা বাবদ একটি উপবৃত্তি দেয়া হবে। ৪১ মাসের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং এনভারনমেন্ট, রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে পিএইচডি করতে পারবেন।
এআইটি থাইল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয়। এটির অবস্থান এশিয়ার মধ্যে ১৪ তম।
আরও পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি।
* নিবন্ধন ফি।
* বাসস্থান খরচ।
* বৃত্তির সময়কালের জন্য জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* আবেদনকারীদের অবশ্যই এশিয়ান যে কোনো দেশের নাগরিক হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৬ পেতে হবে।
প্রয়োজনীয় নথি:
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।
* দুইটি রিকমেন্ডেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।