শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেওয়ার সুযোগ নেই: জার্মান রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেছেন, জার্মানির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আগ্রহী এমন বাংলাদেশি শিক্ষার্থী যারা ঢাকার জার্মান দূতাবাসে ভিসার আবেদন করেছেন, তাদের দ্রুত ভিসা দেওয়ার সুযোগ নেই। বুধবার (২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক‘ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে জার্মান রাষ্ট্রদূত জানান, প্রতিদিন প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী ভিসার জন্য দূতাবাসে আবেদন করছেন। ছয় সপ্তাহ আগে প্রতিদিন গড়ে ২৫ জন শিক্ষার্থী ভিসার আবেদন করেছেন। এখন প্রতিদিন গড়ে ১৫ জন শিক্ষার্থীর ভিসার আবেদন জমা পড়ছে। তবে দূতাবাসের এত ভিসা ইস্যুর ক্যাপাসিটি নেই। আপাতত অপেক্ষা করা ছাড়া দ্রুত সমাধান নেই।
তিনি আরও বলেন, ঢালাওভাবে অনেক বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আগ্রহী। তবে আমার পরামর্শ থাকবে তারা যেন জার্মানিতে পিএইচডি, পোস্ট ডক্টরাল, মাস্টার্সের মতো বিষয়গুলো অধ্যয়নের সুযোগ নেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।