৩১ মার্চ ২০২২, ১৭:৫৯

বিনা খরচে সাংবাদিকতা পড়ার সুযোগ দিচ্ছে ভারত

বিনা খরচে সাংবাদিকতা পড়ার সুযোগ দিচ্ছে ভারত  © টিডিসি ফটো

বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে বিনা খরচে এক বছর মেয়াদী সাংবাদিকতায় পড়ার সুযোগ দিচেছন ‘মদনজিৎ সিং ফাউন্ডেশন’। সম্পূর্ণ বিনা খরচ নয় কেবল আসা-যাওয়ার বিমানের টিকিটও মিলেবে ফ্রিতে।

এ ফাউন্ডেশনের আওতায় ভারতের ইউনেস্ক মদনজিৎ সিং সেন্টার অব এক্সিলেন্স, তারামানি, চেন্নাই-এ বাংলাদেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তির আওতায় এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ পাচ্ছেন।

সুযোগ-সুবিধা:

১. সম্পূর্ণ টিউশন ফি ফ্রি
২. বিমানে যাওয়া-আসার টিকিট
৩. আবাসিক ব্যবস্থা
৪. পড়াশোনার আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি

আরও পড়ুন: তর্কঘর থেকে বিসিএস ক্যাডার ওরা ৬

আবেদনের যোগ্যতা:

১. যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (অনার্স) ভালো ফলাফলপ্রাপ্ত
২. যেকোন স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়াতে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা
৩. ইংরেজিতে ভালো হওয়া

যেভাবে আবেদন করবেনঃ
আগ্রহীরা আগামী ১০ এপ্রিল ২০২২ এর মধ্যে সিভিসহ ছবি, সকল পরিক্ষার সনদপত্র ও মার্কসশীটের কপি নিয়ে বর্ণিত ই-মেইলে পাঠাতে পারেন (shekh.bachchu@gmail.com)। বিস্তারিত জানতে কল করুন: ০১৭৯৭৫৫৪৬১০