বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বৃত্তি দেবে ভারত
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক হাজার শিক্ষার্থী ও কর্মকর্তাকে বৃত্তি দিবে ভারত সরকার। এজন্য সম্প্রতি “সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ” নামে আলাদা একটি ওয়েবসাইট চালু করেছে ভারতীয় হাইকমিশন। বর্তমানে আবেদন গ্রহণ চলছে।
পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়
এই স্কলারশিপের আওতায় ৫০০ জন সাধারণ শিক্ষার্থী ও ৫০০ জন সরকারি কর্মকর্তা সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ভারতে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বন্ধুত্বের নিদর্শনস্বরূপ গত বছরের ২৬-২৭ মার্চ এই স্কলারশিপটি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর মধ্যে আইসিসিআর-এ ৫০০ আসন এবং আইটিইসি-এ ৫০০ আসন। ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের আইআইটি, এনআইটি, নালসার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারী প্রতিষ্ঠানে প্রকৌশল, বিজ্ঞান, কলা, আইন, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে ২৬৭টি আইসিসিআর বৃত্তি পেয়েছিলেন। মহামারির কারণে কোনো সরাসরি কোর্স অনুষ্ঠিত না হওয়ায় ২৮৫ জন বাংলাদেশি পেশাজীবী ২০২১-২২ অর্থবছরে ই-আইটিইসি কোর্সের জন্য নথিভুক্ত করেছে।
আরও পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল
সুযোগ সুবিধাসমূহ:
* এই স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পাবেন।
* টিউশন ফি লাগবে না।
* আবাসন সুবিধা।
* নানা ধরনের অনুদান।
আবেদনের যোগ্যতা:
* উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০ শতাংশ মার্কস থাকতে হবে।
* স্নাতকে কমপক্ষে ২.৫ পেতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফল থাকতে হবে।
* ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে পড়ুন।