স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ মে।
পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের এআইটি
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের ৯ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ১৮ হাজার টাকা। এক বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন।
কুইন মেরি ইউনিভার্সিটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি ফেডারেল ইউনিভার্সিটি অফ লন্ডনের সদস্য প্রতিষ্ঠান।
১৭৮৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন মার্চে শেষ হচ্ছে যেসব স্কলারশিপের সময়সীমা
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের ৯ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ১৮ হাজার টাকা।
* আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* স্নাতকে কমপক্ষে ৩.২ সিজিপিএ পেতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে।
* ১০০০ শব্দের ব্যাক্তিগত বিবৃতি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।