ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের এআইটি
উচ্চশিক্ষার জন্য একসময় সবাই পশ্চিমা দেশগুলোতে ভিড় জমাত। তবে এখন এশিয়ায় উচ্চশিক্ষারও জনপ্রিয়তা বেড়েছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। বিশ্ববিদ্যালয়টিতে নানা ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। স্নাতক শেষ করা শিক্ষার্থীদের জন্য তেমনই একটি স্কলারশিপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রাম।
বাংলাদেশসহ এডিবি সদস্যভুক্ত যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।
পড়ুন পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন থাইল্যান্ডে
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন খরচ, জীবযাত্রা ভাতা, ছাত্র চিকিৎসা ও দুর্ঘটনা বীমা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষার্থীরা অর্থনীতি, ব্যবসা ও ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য উন্নয়ন সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
থাইল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এআইটি। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিতে প্রায় ৫০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। এর মধ্যে প্রায় ৭০ ভাগই থাইল্যান্ডের বাইরে থেকে আসা। ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত ম্যাগসেসে পুরস্কার পায়। এশিয়ার মধ্যে এর অবস্থান ১৪ তম।
আরও পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি।
* আবাসন খরচ।
* জীবযাত্রা ভাতা।
* ছাত্র চিকিৎসা ও দুর্ঘটনা বীমা।
* বিমান খরচ।
* বই ভাতা।
* গবেষণা ভাতা।
* ভিসা ফি, বিমানবন্দর কর ও লাগেজ ভাতা।
আবেদনের যোগ্যতা:
* আবেদনকারীদের অবশ্যই এশিয়ান যে কোনো দেশের নাগরিক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* আবেদনকারীর বয়স ৩৫ হতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৬ পেতে হবে।
* নিজের দেশে ফিরে যেতে ইচ্ছুক হতে হবে।
* নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রয়োজনীয় নথিসমূহ:
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি দক্ষতার সনদ।
* সুপারিশ লেটার।
* আয় বিবরণী।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।