০৫ মার্চ ২০২২, ১৬:৩৭

পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন থাইল্যান্ডে

প্রিন্স অব সোংক্লা ইউনিভার্সিটি  © সংগৃহীত

পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ডের প্রিন্স অব সোংক্লা ইউনিভার্সিটি(পিএসইউ)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়

‘পিএসইউ ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, মাসিক ভাতা, ভ্রমণের খরচ, আবাসন, জীবনযাত্রার খরচ এবং স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমাসহ সব খরচ বহন করা হবে।

এ স্কলারশিপের মেয়াদ মোট ৩ বছর। মোট ৫ জনকে এ সুযোগ প্রদান করা হবে। শিক্ষার্থীরা ডেন্টিস্ট্রি অনুষদের অধীন পিএইচডি করতে পারবেন।

প্রিন্স অফ সোংক্লা ইউনিভার্সিটি দক্ষিণ থাইল্যান্ডে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। ১৯৬৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* টিউশন ফি মওকুফ করা হবে।
* মাসিক উপবৃত্তি হিসেবে মোট ১০ হাজার বাথ প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৬ হাজার টাকা।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* আগ্রহী প্রার্থীকে ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৫.৫ পেতে হবে। অথবা টোফেল আইবিটি তে ন্যূনতম ৬১ পেতে হবে।
* ভালো একাডেমিক রেকর্ড এবং গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* জীবন বৃত্তান্ত (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।
* একাডেমিক প্রান্সক্রিপ্ট

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে