০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৯

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়

এসেক্স বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি এসেক্স বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির এনভারনমেন্টাল ফিচারস এন্ড ক্লাইমেট চেঞ্জ, এনভারনমেন্ট-সোসাইটি এন্ড কালচার, ওয়াইল্ড রাইটিং এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করা যাবে। বাংলাদেশ ছাড়াও চীন নেপাল এবং শ্রীলংকার নাগরিকরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এসেক্স বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের এসেক্সে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* বাংলাদেশের একজন পাসপোর্টধারী নাগরিক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে