স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের এম আই ইউ, আইইএলটিএস স্কোর ৬
স্নাতক ও স্নাতকোত্তরে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন যুক্তরাষ্ট্রের মারকোনি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশসহ এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। অলনাইনে আবেদন চলমান রয়েছে।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ৫০ শতাংশ টিউশন ফিসহ অধ্যয়ননের সুযোগ রয়েছে। বৃত্তিটি মূলত এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীদের বিশেষভাবে প্রদান করা হয়।
আরও পড়ন: এইচএসসির ফল ৭ ফেব্রুয়ারির পর
মারকোনি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অবস্থিত। এটি একটি অবাণিজ্যিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিকে সংক্ষেপে এম আই ইউ বলা হয়।
সুযোগ-সুবিধা:
* অর্ধেক টিউশন ফি মওকুফ করা হবে।
* ৩০০ মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ভাতা প্রদান করা হবে।
* একাডেমিক ফলের উপর বিভিন্ন উপবৃত্তি প্রদান করা হবে
* এশিয়া বিশেষত বাংলাদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
যোগ্যতা:
* এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরা ছাড়া অন্যরা আবেদন করতে পারবেন না
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৬ তুলতে হবে। টোফেলে ৬১ অথবা পিটিইতে ৫৩ স্কোর থাকতে হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে
আবেদনে যা লাগবে:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।