স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিন কোরিয়ার দেগু বিশ্ববিদ্যালয়ে
এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ায় পড়ালেখা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ বৈচিত্র্যময় হয়ে উঠছে। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া, চমৎকার পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা রয়েছে। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত।
দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনেরে শেষ সময় আগামী ২৮ এপ্রিল।
পড়ুন স্কলারশিপ নিয়ে পড়ুন হল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
‘ডিজিআইএসটি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্তীদের টিউশন ফি ও সামগ্রিক খরচ বহন করা হবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বছরে ১ কোটি ৫০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা। এছাড়াও পিএইচডিতে ২ কোটি ২০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পদার্থবিদ্যা এবং রসায়ন, বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান, রোবোটিক্স এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শক্তি বিজ্ঞান এবং প্রকৌশল, মস্তিষ্ক বিজ্ঞান এবং জীববিজ্ঞানসহ বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন।
দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি) দক্ষিণ কোরিয়ার দেগু মেট্রোপলিটন সিটিতে অবস্থিত একটি পাবলিক বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে
সুযোগ-সুবিধাসমূহ:
* স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বছরে ১ কোটি ৫০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা।
* পিএইচডিতে ২ কোটি ২০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা।
যোগ্যতার মানদণ্ড:
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলাফল অর্জন করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* স্ট্যাটমেন্ট অব পারপাজ (এসওপি) দিতে হবে।
* দুইটি রিকমেন্ডেশন লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।