৩০ জানুয়ারি ২০২২, ১৫:৫৯

ছোটগল্প লিখে জিতুন ১ হাজার পাউন্ড

স্কটিশ আর্টস ক্লাব শর্ট স্টোরি কম্পিটিশন  © সংগৃহীত

ছোটগল্প প্রতিযোগিতার আয়োজন করেছে স্কটিশ আর্টস ক্লাব। বাংলাদেশসহ যে কোনো দেশের লেখকরা এ প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবেন। গল্প জমা দেয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।

পড়ুন বার্সেলোনায় ইন্টার্নশিপের সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

‘স্কটিশ আর্টস ক্লাব শর্ট স্টোরি কম্পিটিশন’ এর আওতায় ১ম পুরস্কার হিসেবে ১ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। এছাড়াও ২য় পুর্সকার হিসেবে ৫০০ পাউন্ড ও ৩য় পুরস্কার হিসেবে ২৫০ পাউন্ড প্রদান করা হবে।

আরও পড়ুন ৩ মাসের লিডারশিপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে সুইডিশ ইনস্টিটিউট

সুযোগ সুবিধাসমূহ:

* ১ম পুরস্কার হিসেবে ১ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।
* এছাড়াও ২য় পুর্সকার হিসেবে ৫০০ পাউন্ড ও ৩য় পুরস্কার হিসেবে ২৫০ পাউন্ড প্রদান করা হবে।
* পরবর্তী সংকলনে কমপক্ষে বিশজন গল্প লেখকদের প্রকাশনা দেওয়া হবে।
* স্কটিশ আর্টস ক্লাব ১ম, ২য় এবং ৩য় স্থান এবং আইসোবেল লজ বিজয়ীদেরকে ক্লাবের এক বছরের বিনামূল্যে সদস্যপদ প্রদান করবে।

আবেদনের যোগ্যতা:

* ১ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে ১৬ বছরের বেশি হতে হবে।
* প্রতিযোগিতার জন্য ছোটগল্প যেকোনো বিষয়ে হতে পারে।
* অন্য কোথাও প্রকাশিত গল্প হওয়া যাবে না।
* সর্বোচ্চ ২ হাজার ওয়ার্ডের মধ্যে লিখতে হবে।
* গল্প ইংরেজিতে হতে হবে।
* গল্পের শিরোনাম এবং পৃষ্ঠা নম্বর প্রতিটি পৃষ্ঠায় থাকতে হবে।
* একাধিক গল্প জমা দিতে হবে।
* গল্প প্রতি ১০ পাউন্ড জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে