২৯ জানুয়ারি ২০২২, ১২:১৬

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে

শ্যানডং বিশ্ববিদ্যালয়,চীন  © সংগৃহীত

গণচীন। বর্তমান বিশ্বের বিস্ময়। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সবদিক থেকেই বিশ্বে অনুকরণীয় হয়ে উঠছে। চীনা শিক্ষাব্যবস্থা এর পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য চীন অবাধ সুযোগ দিচ্ছে। বর্তমানে চীনে ছয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। চীনের বিশ্ববিদ্যালয়গুলোও নানা স্কলারশিপ দিয়ে থাকে।

স্নাতকে এবার ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ নন-চাইনিজ সকল শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।

পড়ুন স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়

‘শ্যানডং ইউনিভার্সিটি স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের অধ্যয়নের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও একটি মাসিক উপবৃত্তি হিসেবে ১০০০ চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর।

শিক্ষার্থীরা ইংরেজি বা চাইনিজ ভাষায় তাদের পড়াশোনা করতে পারবেন। এজন্য ইংরেজি দক্ষতা সনদ অথবা চাইনিজ ভাষা দক্ষতা স্কোর প্রদর্শন করতে হবে।

শিক্ষার্থীরা অর্থনীতি, বিদেশী ভাষা এবং সাহিত্য, যন্ত্র প্রকৌশল, নিয়ন্ত্রণ বিজ্ঞান এবং প্রকৌশল, ব্যবস্থাপনা, বেসিক মেডিকেল সায়েন্স এবং নার্সিং নিয়ে স্নাতক করতে পারবেন। কোর্সগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

শ্যানডং বিশ্ববিদ্যালয় একটি সার্বজনীন পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী হিসেবে এ বিশ্ববিদ্যালয়টি চীনের সবচেয়ে বড় বিশ্বিবিদ্যালয়। ১৯০১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* ডরমিটরিতে থাকার ব্যবস্থা।
* মাসিক উপবৃত্তি হিসেবে ১০০০ চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৩ হাজার টাকা মাত্র।
* স্বাস্থ্যবীমা প্রদান কর হবে।

আবেদনের যোগ্যতা:

* নন-চাইনিজ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই একটি চমৎকার একাডেমিক কর্মক্ষমতা এবং শক্তিশালী বৈজ্ঞানিক গবেষণা দক্ষতা থাকতে হবে।
* এ স্কলারশিপ পাওয়ার সময়কালে চীনা সরকার কর্তৃক অর্থায়নকৃত অন্য কোন বৃত্তি প্রদান করা যাবে না।
* ইংরেজি প্রোগ্রামের জন্য আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে।
* চাইনিজ প্রোগ্রামের জন্য চাইনিজ ভাষা দক্ষতা ‘এইচএসকে-৪’ পরীক্ষায় ন্যূনতম ২১০ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* অনলাইন আবেদন ফর্ম।
* সর্বোচ্চ ডিগ্রি সার্টিফিকেট কপি করুন।
* একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি।
* গবেষণা প্রস্তাব
* দুটি সুপারিশ চিঠি
* পাসপোর্টের অনুলিপি
* শারীরিক পরীক্ষার ফর্ম
* নন-ক্রিমিনাল রেকর্ড
* ইংরেজি বা চাইনিজ দক্ষতা সার্টিফিকেট।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পোর্টালে লগ ইন করুন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে