২৭ জানুয়ারি ২০২২, ১৩:৪৫

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়
নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য  © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মিশরের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১২ জুন।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে।

নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (এনটিইউ) ইংল্যান্ডের নটিংহামে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৪৩ সালে নটিংহাম গভর্নমেন্ট স্কুল অফ ডিজাইন এর মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

আরও পড়ুন স্কলারশিপ নিয়ে স্নাতক পড়ুন যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* নটিংহাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন