আইইএলটিএস ছাড়াই ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাই সরকার
স্নাতক,স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছর ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
‘ব্রুনাই দারুস সালাম গভমেন্ট স্কলারশিপ’ এটি সারা বিশ্বের প্রায় ৩ শত মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে। বৃত্তিটি নির্বাচিত শিক্ষার্থীদের সকল ব্যয় বহন করবে। থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ বিনা খরচে ৩৬ মাস অধ্যয়নের সুযোগ।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে
দারুস সালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনা্ইয়ের বন্দর সেরি বেগাওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। গবেষণার মানে সারা বিশ্বে কিউএস র্যাকিংয়ে ৩২৩ তম স্থানে রয়েছে।
সুযোগ-সুবিধা:
*সম্পূর্ণ টিউশন ফি মওকুম করা হবে।
*প্রতিমাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনাই ডলার প্রদান করবে। বাংলাদেশী টাকায় যার পরিমান ৩১ হাজার টাকার অধিক। সে অনুযায়ী সাড়ে ৩ লাখের বেশি টাকা পাবেন এক বছরে।
*খাবার খরচ বাবদ পাবেন ১৫০ ব্রুনাই ডলার। বাংলাদেশী টাকায় যার পরিমান সাড়ে ৯ হাজার টাকা।
* ক্যাম্পাসে ৩৬ মাস আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
যোগ্যতা:
*যেকোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
*স্নাতকে জন্য শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
*স্নাতকোত্তরে প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
*দারুস সালামের স্থানীয় শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
*ডিগ্রী অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে
আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।