বিনা মূল্যে অধ্যয়ন করুন পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয়ে

ভিসটুলা বিশ্ববিদ্যালয়
ভিসটুলা বিশ্ববিদ্যালয়   © ফাইল ছবি

স্নাতক ও স্নাতকোত্তরে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘ভিসটুলা ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ’ নামের এ বৃত্তিটি বিশ্বের ৭০ জন্য মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে দেয়া হবে যারা একাডেমিকে ভালো ফল অর্জন করেছে ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নেতৃত্বের গুণাবলী লাভ করেছে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা মূল্যে অধ্যয়নসহ আবাসন,খাবার ও স্বাস্থ্য ভাতা পাবেন। এছাড়া রয়েছে বিশ্ববিদ্যালয়ের নানা একাডেমিক উপবৃত্তি।

আরও পড়ুন: উপাচার্যের অপসারণে কোনো তদন্ত কমিটি চান না আন্দোলনকারীরা

ভিসটুলা বিশ্ববিদ্যালয়টি পোল্যান্ডের ওয়ারশ শহরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির একটি নন পাবলিক বিশ্ববিদ্যালয়। ব্যবসা শাখায় উচ্চতর গবেষণায় কাজ করে প্রতিষ্ঠানটি।

সুযোগ-সুবিধা:

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
*যেকোন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
*বিশ্ববিদ্যলয়ের যেকোন ডিসিপ্লিনে পড়ার সুযোগ
*একডেমিক ভালো ফলের উপর রয়েছে আরো অনেক উপবৃত্তি।

যোগ্যতা:

*পোল্যান্ডের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নন।
*আবেদনকারী শিক্ষার্থীর একাডেমিকে ৯০ শতাংশ নম্বর থাকতে হবে
*ভালো ফলধারী ও সহশিক্ষা কার্যক্রমে ‍যুক্ত থাকতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদান করতে হবে। আইইএলটিএসে ব্রান্ড স্কোর ৬ তুলতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে

আরও পড়ুন: ভি-রোল ফরম না পাঠানো প্রার্থীদের সুপারিশপত্র দেবে না এনটিআরসিএ

আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে এই লিঙ্ক থেকে আবেদন করতে পাবেন। বৃত্তিটির জন্য বিস্তারিত জানতে এখানে দেখুন।

 


সর্বশেষ সংবাদ