স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন যুক্তরাষ্ট্রের আইডাহু বিশ্ববিদ্যালয়ে
২০২২ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আইডাহু বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত।
স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা আইডাহু বিশ্ববিদ্যালয়ের পছন্দের যেকোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। তাছাড়া এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে অধ্যয়ন সহ আবসন ও দৈনন্দিন ব্যয় সুবিধা পাবেন।
আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়া, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি
আইডাহু বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের মস্কোতে ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি আমেরিকার একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়। পূর্বে বিশ্ববিদ্যারয়টি আইন কলেজ হিসেবে পরিচিত ছিল।
সুযোগ সুবিধা:
*সম্পূর্ণ টিউশন ফ্রি মওকুফ করা হবে।
*যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
*উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা ৮ হাজার ডলার পাবেন। বাংলাদেশী টাকায় যার পরিমান ৬ লাখের উপর।
*জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
*আবাসন খরচ ও স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।
যোগ্যতা:
*যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা এ বৃত্তির যোগ্য নন।
*স্নাতকোত্তরে জন্য স্নাতকে ভালো ফলাফল থাকতে হবে
*আবেদনকারীদের অবশ্যই ৩.২ জিপিএ অর্জন করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
*বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে ।
আরও পড়ুন:ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ইউরোপের দেশ রোমানিয়ায়
আবেদন করতে যা লাগবে:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
*স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন