২৫ ডিসেম্বর ২০২১, ১০:০৩

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়

কাতার বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বর্তমান বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। বিশ্বের সবচেয়ে নিরপেক্ষ ও নিরাপদ স্থানও বলা হয় দেশটিকে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিয়ে কাতার এখন জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষার উপর আরও জোর দিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি।

এ স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ যে কোন দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন সেখানে। টিউশন ফি মওকুফ, আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।

কাতারের রাজধানী দোহায় অবস্থিত দেশটির একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় কাতার বিশ্ববিদ্যালয়।

যেসব বিষয় নিয়ে পড়া যাবে:

বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদভুক্ত বিষয়গুলোতে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবেন।

* কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
* ইঞ্জিনিয়ারিং কলেজ
* কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স
* কলেজ অব এডুকেশন
* কলেজ অব ‘ল’
* কলেজ অব মেডিসিন
* কলেজ অব ফার্মেসি
* কলেজ অব হেলথ সায়েন্স
* কলেজ অব শরিয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ

অনুষদগুলোতে কী কী বিষয় রয়েছে জানতে ক্লিক করুন এখানে

সুবিধাসমূহ:

* টিউশন ফি লাগবে না।
* বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা রয়েছে।
* পাঠ্যপুস্তক ফি ছাড় দেয়া হবে।
* বিমানে আসা যাওয়ার খরচ।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে কমপক্ষে সিজিপিএ ৩ থাকতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগইন করুন এখানে। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।