স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে
উত্তর আমেরিকার দেশ কানাডা। এই দেশটি বৃহৎ আয়তনের দিক দিয়ে সারাবিশ্বে রাশিয়ার পরেই অবস্থান। শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগসহ অন্য বিষয়গুলো বিবেচনায় কানাডা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অপার সম্ভাবনাময় দেশ।
বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তেমনি একটি স্কলারশিপ দিচ্ছে কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ মার্চ। শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক করার সুযোগ পাবেন।
‘ওয়েস্টার্ন স্কলারশিপ ফর এক্সিল্যান্স’ এর আওতায় শিক্ষার্থীদের মোট ৮ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যেকোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। এছাড়াও ভ্রমণ ভাতা বাবদ ২ হাজার ডলার প্রদান করা হবে। মোট ২৫০ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
কানাডার ওন্টারিও শহরে অবস্থিত ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে ভর্তি হওয়া যাবে।
* শিক্ষার্থীদের মোট ৮ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা।
* দুই হাজার ডলারের একটি ভ্রমণ ভাতা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।
যোগ্যতা:
* যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকে ভর্তি হতে হবে।
* উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠান থেকে একটি প্রশংসাপত্র নিতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ থাকতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৮৩ পেতে হবে।
* পূর্ববর্তী প্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।