১৯ ডিসেম্বর ২০২১, ১০:৫৮

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ২ মাসের গবেষণা প্রোগ্রাম

কিয়োটো বিশ্ববিদ্যালয়, জাপান  © সংগৃহীত

দুই মাসের গবেষণা প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়। স্নাতকে অধ্যয়নরত বাংলাদেশীসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারস প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।

‘আমজেন স্কলারস প্রোগ্রাম’ এর আওতায় স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ প্রোগ্রামের সকল ব্যায়ভার বহন করবে আমজেন ফাউন্ডেশন। বিজ্ঞান ও বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাই কেবল এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।

মোট ২২ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপে প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের বিমানে যাতায়তের খরচ, উপবৃত্তি, আবাসন ও মেডিকেল ইনস্যুরেন্স সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

জাপানের কিয়োটো শহরে অবস্থিত কিয়োটো ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড সায়েন্স শিক্ষা ও গবেষণায় বিশ্বের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে।
* কিয়োটো বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যাবস্থা।
* উপবৃত্তি হিসেবে ১ লক্ষ ৮০ হাজার জাপানিজ ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা।
* মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* বিজ্ঞান বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোফেল আইবিটিতে ন্যূনতম ৭২ স্কোর অথবা আইইএলটিএস ব্যান্ড স্কোর ন্যূনতম ৫.৫ বা টোয়েক স্কোর ১০৯৫ হতে হবে।
* করোনার জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* সর্বোচ্চ ৩ হাজার শব্দের মধ্যে ব্যাক্তিগত বিবৃতি (এসওপি)।
* ২ টি রিকমেন্ডেশন লেটার।
* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। প্রোগ্রামটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন