বিনা খরচে গ্লোবাল পিস সামিট-এ অংশগ্রহণ করুন

গ্লোবাল পিস সামিট দুবাই-২০২২
গ্লোবাল পিস সামিট দুবাই-২০২২  © সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে ‘গ্লোবাল পিস সামিট দুবাই-২০২২’ এ অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ সামিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি।

আগামী বছরের ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই এ ৪ দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে মোট ১৫০জন শিক্ষার্থী এ সামিট এ অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ১৫ জনকে সম্পূর্ণ বিনা খরচে সামিট এ অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এছাড়া ২৫ জনকে আংশিক এবং বাকী ১১০ জন নিজ খরচ এ অংশগ্রহণ করতে পারবেন।

এ সামিট এর জন্য টোয়েফল বা আইইএলটিএস স্কোর প্রয়োজন নেই। তবে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। নির্বাচিত শিক্ষার্থীরা বিমানে আসা-যাওয়ার খরচ, আবাসন, সার্টিফিকেট, খাবার, কনফারেন্স কিট ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

‘গ্লোবাল পিস চেইন’ এর আয়োজনে এ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল অনুপ্রেরণাদায়ক তরুণদের আমন্ত্রণ জানানো যাতে তারা সমমনা মানুষ এবং বিশ্ব নেতাদের সাথে নেটওয়ার্কিং তৈরিতে সহায়তা করে। যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সামিট এ অংশগ্রহণ করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* আবাসন সুবিধা।
* বিশ্ব নেতাদের সাথে সম্পর্কের সুযোগ।
* পিস ইভালুয়েশন এন্ড লিডারশিপের উপর সেশন।
* ভিসা সহায়তা।
* সমমনা তরুণ সামাজিক উদ্যোক্তাদের সাথে দেখা করার সুযোগ।
* গালা নাইট।
* অ্যাওয়ার্ডস।
* সার্টিফিকেট।

সামিট এ যেসব বিষয় নিয়ে আলোচনা হবে:

* ইন্ক্লুসিভ ইকোনমিজ শেইপ ন্যাশনাল স্ট্যাবিলিটি।
* ডিজিটাল ট্রান্সফরমেশন ডিজাইনিং।
* রি-শেইপিং পলিটিশিয়ান’স ভার্নাকিউলার।
* প্রটেক্টিং লিবার্টি হোয়াইল এক্সপান্ডিং ফ্রিডম।
* কমিউনিটি বেজড রিহ্যাবিলিয়েশন।
* হিউম্যান রাইটস।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীর বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
* শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী।
* যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
* জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিবেদিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও সামিট সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ