০৯ ডিসেম্বর ২০২১, ২১:৪৮

স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন লন্ডন শহরে

লন্ডন স্কুল অফ হাইজিন ‍এন্ড ট্রপিক্যাল মেডিসিন  © ফাইল ফটো

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য। শিক্ষার্থীরা সারা বছর অধীর আগ্রহে থাকে দেশটি বৃত্তি পাওয়া জন্য। এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে দেশটির লন্ডন স্কুল অফ হাইজিন ‍এন্ড ট্রপিক্যাল মেডিসিন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত।

‘জিকেএস স্কলারশিপ’ শিক্ষার্থীদের টিউশন ফি সহ সব ধরনের শিক্ষা খরচ বহন করবে। বৃত্তিটি স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণায় অধিকতর উন্নয়নের জন্য আর্ন্তজাতিক শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করে দেওয়া হয়ে থাকে। ​

যুক্তরাজ্যের লন্ডন শহরের ১৮৯৯ সালে স্কুল অফ হাইজিন ‍এন্ড ট্রপিকাল মেডিসিন ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়। এটি যুক্তরাজ্যের পাবলিক হেলথ বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান।

সুযোগসুবিধা:

​১) সম্পূর্ন টিউশন ফি মওকুফ ।
২) বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ১৭ হাজার পাউন্ড পাবেন। বাংলাদেশি টাকায় যার পরিমান ১৯ লাখেরও
​অধিক।

৩) আবাসন সুবিধা প্রদান করা হবে ।
৪) বিনামূল্যে স্বাস্থ্যবিষয়ক ট্রেইনিং করানো হবে।

আবেদন যোগ্যতা:

১) যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২) একাডেমিকে ফলাফলে তৃতীয় শ্রেণি থাকা যাবে না ।
৩) আইইএলটিএস স্কোর ৬.৫ তুলতে হবে।
৪) বৃত্তির জন্য ওই বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি নিতে হবে।
৫) ডিগ্রী অর্জন শেষে স্বদেশে ফিরে আসতে হবে।

​আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।