স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ১ সেমিস্টার পড়ার সুযোগ

গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচ্যাঞ্জ প্রোগ্রাম
গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচ্যাঞ্জ প্রোগ্রাম  © সংগৃহীত

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ১ সেমিস্টার সম্পন্ন করা সুযোগ দেয়া হচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ পেতে পারেন। এ স্কলারশিপের আওতায় এক সেমিস্টার শেষ করতে কোনো ফি দেয়া লাগবে না। আবেদন করতে হবে আগামী ৬ জানুয়ারির মধ্যে।

‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচ্যাঞ্জ প্রোগ্রাম’ এর পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতিাবিনিময় করা। গত ১৬ বছরে গ্লোবাল ইউগ্র্যাড প্রোগ্রামে বাংলাদেশের ৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আবেদনকারী শিক্ষার্থীর ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অন্তত এক সেমিস্টার পড়াশোনা শেষ করতে হবে।

সুযোগ সুবিধাসমূহ:

* সকল খরচ বহন করা হবে।
* যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ।
* শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

* আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
* উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ করতে হবে।
* ইংরেজিতে দক্ষ হতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে।
* প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। ফরমটি পেতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ