স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট

ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন  © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সুইডেন অন্যতম। আধুনিক শিক্ষাব্যবস্থা ছাড়াও উন্নত জীবনমান ও নিরাপত্তার দিক থেকেও চমৎকার দেশটি। সুইডিশ ডিগ্রির রয়েছে বিশ্বজোড়া সুনাম।

তবে দেশটির শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই ব্যয়বহুল। তাই শিক্ষার্থীরাও মুখিয়ে থাকেন স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার জন্য। তেমনি স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (কেআই)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি।

‘কেআই গ্লোবাল মাস্টার্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। তবে ভ্রমণ, জীবনযাপনসহ শিক্ষার্থীর আনুষঙ্গিক খরচ নিজে বহন করতে হবে। অথবা অন্য ফান্ডিংয়ের মাধ্যমে ব্যবস্থা করতে হবে। ইনস্টিটিউটের গ্লোবাল প্রোগ্রামে প্রার্থীদের জমা দেওয়া সিভি যাচাই-বাছাইয়ের ভিত্তিতে শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হবে। যেসব শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হবেন তাঁদের ২৯ এপ্রিলের মধ্যে ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে জানানো হবে।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সুইডেনের স্টকহোমে অবস্থিত একটি গবেষণা ইনস্টিটিউট। ১৮১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* অন্যান্য ফান্ডিং পাওয়ার সুযোগ।

আবেদন যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতক সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর করতে হবে।
* বিষয়ভিত্তিক আলাদা শর্তাবলী রয়েছে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ