যুক্তরাষ্ট্রের বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৯:৪৭ AM , আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ০৯:৫৬ AM
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি।
এ স্কলারশিপের আওতায় রেজাল্টের ভিত্তিতে ৬ হাজার ডলার থেকে ১৭ হাজার ডলার প্রদান করা হয়ে থাকে। ‘ফ্রেশম্যান স্কলারশি’ নিয়ে বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স সম্পন্ন করা যাবে।
বেনেডিক্টিন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত একটি রোমান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়। ১৮৮৭ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* জিপিএ ৪ স্কেলে ৪ অথবা এসিটি স্কোর ৩৩ বা এসএটি স্কোর ১৪৯০ তুলতে পারলে ১৭ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ৩.৬০ অথবা এসিটি স্কোর ২৯ বা এসএটি স্কোর ১৩৫০ তুলতে পারলে ১৬ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ৩.২০ অথবা এসিটি স্কোর ২৫ বা এসএটি স্কোর ১২০০ তুলতে পারলে ১১ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ২.৮০ অথবা এসিটি স্কোর ২১ বা এসএটি স্কোর ১০৬০ তুলতে পারলে ৭ হাজার ডলার প্রদান করা হবে।
* জিপিএ ৪ স্কেলে ২.৫০ অথবা এসিটি স্কোর ১৯ বা এসএটি স্কোর ৯৮০ তুলতে পারলে ৬ হাজার ডলার প্রদান করা হবে।
যোগ্যতা:
* উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ পেতে হবে।
* এসিটি পরীক্ষায় ন্যূনতম ২১ বা এসএটি পরীক্ষায় ১০৬০ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল এ ৭৯ পেতে হবে।
* সুপারিশের চিঠি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। ।বিস্তারিত জানতে পড়ুন।