২০ নভেম্বর ২০২১, ০৮:৩৫

৬ সপ্তাহের কোর্সে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

এক্সচেঞ্জ প্রোগ্রাম  © সংগৃহীত

পাঁচ থেকে ছয় সপ্তাহের এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রয়োজন নেই। এছাড়া বিমান খরচ, মাসিক উপবৃত্তি, আবাসন খরচ ও খাবার খরচসহ সব ধরনের খরচ কর্তৃপক্ষ বহন করবে। এ প্রোগ্রামটির নাম ‘এসইউএসআই (সুসি) প্রোগ্রাম’।

শিক্ষার্থীদের পাবলিক পলিসিতে দৃঢ় আগ্রহ থাকতে হবে। রাজনীতি, আইন, প্রকৌশল, চিকিৎসা, বিজ্ঞান, বায়োটেকনোলজি, ব্যবসা, অর্থনীতি, আন্তর্জাতিক উন্নয়ন, ব্যবস্থাপনা ও সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিমানবন্দরের খরচ বাবদ ১৫০ থেকে ১৭৫ ডলার প্রদান করা হবে।
* পুরো প্রোগ্রামের জন্য ১ হাজার ৫০০ ডলার উপবৃত্তি হিসেবে দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।
* ৫-৬ সপ্তাহের প্রতি বেলার খাবার।
* আবাসন ব্যবস্থা।
* যুক্তরাষ্ট্রের ভিতরে সকল যাতায়াত খরচ।
* নতুন আই-প্যাড।
* যোগাযোগের জন্য মোবাইল।
* নির্বাচিত শিক্ষার্থীরা দুই সপ্তাহের সফরে নিউ ইয়র্ক সিটি, বোস্টন, শার্লটসভিল, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি-তে ফ্রি ভ্রমণ করতে পারবে।
* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।
* আবেদনের সময় পাসপোর্টের প্রয়োজন নেই।

আবেদনের যোগ্যতা:

* পাবলিক পলিসির প্রতি আগ্রহ আছে এমন।
* ইংরেজিতে সাবলীল হতে হবে।
* বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
* শক্তিশালী নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।
* স্নাতকের শিক্ষার্থী হতে হবে।
* স্নাতক শেষ সেমিস্টারের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নয়।
* অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন