স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়
স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালের ১ আগস্ট পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
‘চ্যান্সেলর ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল স্কলারশিপ ২০২২’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর ৫ হাজার ডলার করে প্রদান করা হবে। মোট ১০০ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে। শিক্ষার্থীরা বিজনেস স্কুলের যে কোনো বিষয়ে ভর্তি হতে পারবেন।
সাসেক্স বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। এ পর্যন্ত মোট ৫ জন এ প্রতিষ্ঠান থেকে নোবেল পেয়েছেন।
সুযোগ-সুবিধাসমূহ:
* প্রতি বছর ৫ হাজার ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা।
* মোট ১০০ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
আবেদনের যােগ্যতা:
* স্নাতকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের ক্ষেত্রে স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিজনেস স্কুলে ভর্তি হতে হবে।
* নিজস্ব অর্থায়নে পড়ার প্রস্তুতি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন।