টেন মিনিট স্কুল-এ ইন্টার্ন করার সুযোগ

রবি টেন মিনিট স্কৃুল
রবি টেন মিনিট স্কৃুল  © সংগৃহীত

ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-লার্নিং প্লাটফর্ম ‘রবি ১০ মিনিট স্কুল’​ । নির্বাচিত শিক্ষার্থীদের বেতন দেয়া হবে। আগামী ১৩ নভেম্বরের মধ্যে আবেদন করা যাবে।

ইন্টার্নশিপের সময়কাল তিন মাস। প্রতি মাসে ৮ হাজার টাকা প্রদান করা হবে। নির্বাচিতদের সহকারী কন্টেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতে হবে।

কাজের ক্ষেত্র থাকবে- রিসার্চ​, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যানালাইটিক্স ও ইউজার এক্সপিরিয়েন্স। কনটেন্ট ম্যানেজারদের তাদের অপারেশনাল কাজগুলিতে সহায়তা করতে হবে। এছাড়াও ডেটা অ্যানালাইসিস এবং ইন্ডাস্ট্রি রিসার্চে সহায়তা করা, ব্যাহারকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, ইউজার বিহেভিয়ার এবং ফিডব্যাক বিশ্লেষণ করা ও বিভিন্ন স্টেকহোল্ডার এবং বিভাগের সাথে সহযোগিতা করতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* প্রতি মাসে ৮ হাজার টাকা বেতন দেয়া হবে।
* প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

* বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
* একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের মাঝে ভারসাম্য থাকতে হবে।
* মৌখিক এবং লিখিত যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে।
* শিখার উদ্যমতা থাকতে হবে
* সাংগঠনিক কাজের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:
গুগল ফর্ম পূরণ করে আবেদন করা যাবে। ফর্মটি পূরণ করতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ