স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়
স্নাতকে পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
আন্তর্জাতিক ছাত্রদের বিশ্ববিদ্যালয়টি দুটি মেধা-ভিত্তিক বৃত্তি দিয়ে থাকে। এরমধ্যে একটি ‘ইউসি গ্লোবাল স্কলারশিপ’ এবং অন্যটি ‘ইন্টারন্যাশনাল আউটরিচ স্কলারশিপ’। এ স্কলারশিপের আওতায় মোট ৩২ হাজার ডলার দেয়া হবে।
সিনসিনাটি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এটি ১৮১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
সুবিধা:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* প্রতি বছর ৮ হাজার ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা।
* ৪ বছরে মোট ৩২ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা।
আবেদনের যোগ্যতা:
* যুক্তরাষ্ট্রের বাইরে উচ্চ মাধ্যমিক করতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজী দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল এ ন্যূনতম ৭৯ অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
* এসিটি তে ২৩ ও এসএটি তে ১১৩০ স্কোর তুলতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।