স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়

হোক্কাইডো বিশ্ববিদ্যালয়, জাপান
হোক্কাইডো বিশ্ববিদ্যালয়, জাপান   © সংগৃহীত

জাপানে উচ্চশিক্ষার জন্য অন্যতম সেরা একটি বৃত্তি হলো ‘মেক্সট স্কলারশিপ’। বিশ্বের প্রায় ১৬০টির মতো দেশের ছাত্রদের জন্য এ বৃত্তি দেয় জাপান সরকার। ১৯৫৪ সাল থেকে এই বৃত্তিটি দেয়া হচ্ছে। খ্যাতনামা ও সম্মানিত এই মেক্সট বৃত্তির আওতায় এবার থাকছে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ।

বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপটি পেতে পারেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

এ স্কলারশিপের মাধ্যমে কোনো ধরনের টিউশন ফি ছাড়াই হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করতে বা ভর্তি হতে কোন ফি লাগবে না। দেয়া হবে মাসিক উপবৃত্তি ও বিমানে যাতায়াত খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা।

জাপানের হোক্কাইডো রাজ্যে অবস্থিত জাতীয় এই বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান পঞ্চম।

সুযোগ-সুবিধা:

* বৃত্তিপ্রাপ্তদের কোন টিউশন ফি লাগবে না।

* ভর্তি ফি দেওয়া লাগবে না।

* আবেদন করতে কোনো ফি লাগবে না।

* স্নাতকোত্তরে পর্যায়ে প্রতি মাসে ১ লক্ষ ৪৪ হাজার ইয়েন (প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা) মাসিক উপবৃত্তি দেয়া হবে।।

* পিএইচডিতে প্রতি মাসে ১ লক্ষ ৪৫ হাজার ইয়েন দেয়া হবে, বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকা।

* দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও।

আবেদনের যোগ্যতা:

* জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের ছাত্ররা আবেদন করতে পারবেন।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভাল ফলধারী হতে হবে।

* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভাল ফলধারী হতে হবে।

* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। টোয়েফল আইবিটি ন্যূনতম ৭৯ পেতে হবে। আইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে।

* ১৯৮৭ সালের ২রা এপ্রিলের পর জন্মগ্রহণকারীরাই কেবল আবেদনের যোগ্য হবেন।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ