০৪ নভেম্বর ২০২১, ১২:৫৪

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

র‌্যাডবাউড বিশ্ববিদ্যালয়, নেদার‌ল্যান্ড  © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপের সুযোগ দিচ্ছে নেদার‌ল্যান্ডের র‌্যাডবাউড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেধার ভিত্তিতে দেয়া এ স্কলারশিপের আওতায় প্রায় ৮৭ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও থাকবে স্বাস্থ্যবীমা, ভিসা ও বসবাসের অনুমতি খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা।

দুই বছর মেয়াদী এ কোর্সে কলা অনুষদে ২ জন, আইন অনুষদে ১৪ জন, চিকিৎসা বিজ্ঞান অনুষদে ৭ জন, স্কুল অফ ম্যানেজমেন্টে ৩ জন, দর্শন ও ধর্মতত্ত্ব অনুষদে ১ জন, বিজ্ঞান অনুষদে ৮ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে ২ জনসহ মোট ৩৭ জনকে এ স্কলারশিপ দেয়া হবে।

১৯২৩ সালে খ্রিস্টান ধর্মযাজক সেন্ট র‌্যাডবাউড এর নামানুসারে নেদারল্যান্ডের র‌্যাডবাউড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

সুবিধাসমূহ:

* মোট টিউশন ফি ১৬ হাজার ইউরোর মধ্যে মাত্র ২ হাজার ২০৯ ইউরো প্রদান করতে হবে।

* টিউশন ফি বাবদ ১৩ হাজার ৭৯১ ইউরো মওকুফ করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৭১ হাজার টাকা।

* ভিসা ও বসবাসের অনুমতি খরচ।

* স্বাস্থ্য বীমা।

যোগ্যতা:

* ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন যেকোনো দেশের নাগরিক। 

* নেদারল্যান্ডসের বাইরে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন।

* নেদারল্যান্ডসে কোনো ডিগ্রি অর্জন করেননি এবং নেদারল্যান্ডে কোনো পূর্ববর্তী শিক্ষা গ্রহণ করেননি এমন শিক্ষার্থী।

* নেদারল্যান্ডসের ভিসা পাওয়ার জন্য শর্তগুলি মেনে চলতে সক্ষম।

* দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হলে দ্বিতীয় বছরের অনুদানের জন্য প্রথম বছরে সকল কোর্স পাশ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।