০৩ নভেম্বর ২০২১, ০৯:২২

কাঁথারি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

কাঁথারি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম  © সংগৃহীত

‘কাঁথারি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম- ২০২২’ এর জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ সকল দেশের সামাজিক উদ্যোক্তরা ১২ মাসের এ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে এ ট্রেনিংয়ের জন্য আবেদন নেয়া হয়। 

ট্রেনিংয়ের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ১২ মাসের ট্রেনিং খরচ, আবাসন খরচ, যাতায়াত খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ২২ বছরের অধিক বয়সীরা আবেদন করতে পারবেন।

কাঁথারি হচ্ছে ভারতের কেরালায় অবস্থিত একটি অলাভজনক প্রশিক্ষণ ইনস্টিটিউট। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সামাজিক উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

সুবিধাসমূহ:

* টিউশন খরচ।

* বিমানে আসা-যাওয়ার খরচ।

* টিআরভি বিমানবন্দর থেকে বাসে বা ট্রেনে যাতায়াতের খরচ।

* ভারতের অভ্যন্তরে পরিবহন (প্রকল্প/কোর্স-সম্পর্কিত)।

* আবাসন সুবিধা।

* অনুষদ, সরঞ্জাম এবং উপকরণ সহ কোর্স সম্পর্কিত খরচ।

* অ্যালামনাইদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ।

যোগ্যতা:

* একটি সামাজিক প্রকল্পের পরিকল্পনা থাকতে হবে।

* আবেদনকারীর বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে।

* ইংরেজি লেখা ও বলায় দক্ষ হতে হবে।

* কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

* বিশেষত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হয়।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।