‘সামিট’ স্কলারশিপ নিয়ে স্নাতক করুন যুক্তরাষ্ট্রে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৯:১৫ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২১, ০৯:১৫ AM
স্নাতকে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরগন বিশ্ববিদ্যালয়। ‘সামিট স্কলারশিপ’ এর আওতায় বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতিবছর ৪ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি ও আবাসন ভিন্নতার কারণে প্রতি বছর ১০ হাজার ডলার করে মোট ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এ স্কলারশিপের মেয়াদ হবে ৪ থেকে ৫ বছর। শিক্ষার্থীরা চাইলে ৬ বছর পর্যন্ত তা রিনিউ করতে পারবেন।
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ওরগন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রাচীন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে মোট ১৬ হাজার মার্কিন ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা।
* এছাড়া টিউশন ফি ও আবাসন ফি বাবদ মোট ৪০ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।
* ৫ বছর মেয়াদী কোর্সের ক্ষেত্রে ৫ম বছরেও এ বৃত্তি দেয়া হবে।
* শিক্ষার্থীরা চাইলে ৬ বছর পর্যন্ত এ বৃত্তি পেতে পারেন।
আবেদনের যোগ্যতা:
* উচ্চমাধ্যমিকে জিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৯০ পেতে হবে।
* উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীদের অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না।
* ইংরেজি দক্ষতা প্রদান করতে হবে। টোয়েফল এ ন্যূনতম ৮৮ পেতে হবে, অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ স্কোর তুলতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে।