সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ
সম্পূর্ণ অর্থায়নে স্কলারশিপ নিয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লুনার অ্যান্ড প্লানেটারি ইনস্টিটিউট (এলপিআই)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ সুযোগ পেতে পারেন। আবেদন করা যাবে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে।
এলপিআই ইন্টার্নশিপটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শহর হিউস্টনে অনুষ্ঠিত হবে। ইন্টার্নশিপের সময়কাল ১০ সপ্তাহ। আগামী বছরের ৭ জুন শুরু হয়ে ১৩ আগস্ট শেষ হবে।
আবেদন করতে কোনো ফি এর প্রয়োজন নেই। লাগবে না কোনো ইংরেজি দক্ষতা পরীক্ষাও। এছাড়াও উপবৃত্তি, জীবনযাত্রার খরচ, আবাসন খরচ, যাতায়াত খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা তো থাকছেই।
যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
ইন্টার্নশিপটির জন্য লুনার এবং প্ল্যানেটারি ইনস্টিটিউট অর্থায়ন করবে।
সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* আবাসন ও জীবনযাত্রার খরচ বহন করবে।
* বিমানে যাতায়াতের খরচ দেয়া হবে।
* প্রোগ্রাম সম্পর্কিত খরচ কভার করা জন্য ৭ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৬ লক্ষ ২৬ হাজার টাকা।
* ৫০০ ডলার ভ্রমণ খরচ দেয়া হবে।
* ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
* আবেদনকারী যদি তার বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপকের কাছ থেকে ইংরেজি দক্ষতার শংসাপত্র পেতে পারেন তবে আইইএলটিএস বা টোয়েফল এর প্রয়োজন নেই।
যোগ্যতার মানদণ্ড:
* শিক্ষার্থীদের ১০ সপ্তাহের জন্য ইন্টার্ন করতে ইচ্ছুক হতে হবে।
* যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
* বৈজ্ঞানিক আগ্রহ থাকতে হবে।
* গবেষণা প্রকল্পের সাথে আবেদনকারীর আগ্রহের মিল থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।