২৭ অক্টোবর ২০২১, ০৯:০৬

এমফিল করতে বৃত্তি দিচ্ছে যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়

লেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য  © সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা ‘ইংরেজি’র উৎপত্তি কোথায় জানেন তো? এ ভাষার উৎপত্তি যুক্তরাজ্যের প্রাচীন ও ঐতিহাসিক লেস্টার শহরে। অ্যাংলো-স্যাক্সন এবং ভাইকিংদের যুদ্ধের পর দুই সম্প্রদায় তাদের বাণিজ্য এবং ভাষা ভাগ করে নেওয়া শুরু করে। অ্যাংলো-স্যাক্সনরা বেছে নেয় এই লেস্টার শহরকে।

পনের শতকের তৃতীয় কিং রিচার্ড এর দেহ আবিষ্কার কিংবা একুশ শতকের ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবল ক্লাব ‘লেস্টার সিটি’- এরকম আরও বহু কারণে বিখ্যাত এই শহরটি। কলা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং ঐহিত্যের এই আধুনিক শহরটিতে পড়ার সুযোগ পেলে কেমন হয়?

হ্যাঁ, বিখ্যাত এই শহরটিতেই এমফিল করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর। 

‘ইউনিভার্সিটি অফ লেস্টার স্কলারশিপ অ্যাওয়ার্ডস’ এর আওতায় দেয়া এ স্কলারশিপে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও শিক্ষার্থীরা প্রতি বছরে প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা উপবৃত্তি হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে। 

লিচেস্টার ইউনিভার্সিটি যুক্তরাজ্যের লেস্টার শহরে অবস্থিত একটি পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ হাজার ১৬৬ পাউন্ড দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা।
* বছরে মোট উপবৃত্তির পরিমাণ হবে ১৪ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা।

যোগ্যতার মানদণ্ড ও শর্তাবলী:

* গত ৩ বছরের মধ্যে স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থী।
* গবেষণা প্রকল্পের গোপনীয়তা মেনে চলতে হবে।
* প্রপোজালে সুপারভাইজারদের নাম এবং প্রকল্পের শিরোনাম দিতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের কাছে মাসিক অগ্রগতি প্রতিবেদন এবং একটি বিস্তৃত প্রকল্প প্রতিবেদন দিতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।