হোনজো স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডি করুন জাপানে

কিয়োটো বিশ্ববিদ্যালয়, জাপান
কিয়োটো বিশ্ববিদ্যালয়, জাপান   © সংগৃহীত

সূর্যদয়ের দেশ বলা হয় জাপানকে। স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু দেশটি। চমৎকার নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়ালেখার পরিবেশ জাপানকে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষস্থানে রেখেছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করত দিয়ে থাকে বিভিন্ন স্কলারশিপ। তেমনই একটি প্রতিষ্ঠান হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন।

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

মোট ১০ জন শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেয়া হবে। এছাড়া উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ ইয়েন পাওয়ার সুযোগ রয়েছে। দেয়া হবে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচও। স্নাতকোত্তর ও পিএইচডিতে ১ থেকে ৫ বছর মেয়াদী এ স্কলারশিপ পাওয়া যাবে।

তবে যাদের জাপানী নাগরিকত্ব আছে তারা আবেদন করতে পারবেন না। স্নাতকোত্তরে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর পিএইচডির জন্য এ সীমা ৩৫ বছর।

 সুবিধাসমূহ:

* ১ বা ২ বছরের প্রোগ্রামের জন্য উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ২ লক্ষ ইয়েন দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা।

* ৩ বছরের প্রোগ্রামের জন্য উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ লক্ষ ৮০ হাজার ইয়েন দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় এক লক্ষ ৩৫ হাজার টাকা।

* ৪ বা ৫ বছরের প্রোগ্রামের জন্য উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার ইয়েন দেয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় এক লক্ষ ১২ হাজার টাকা।

* আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য একটি ভ্রমণ অনুদান প্রদান করা হবে।

* কোর্স শেষ করার পর অ্যালামনাইয়ে যোগদানের সুবিধা। 

যোগ্যতা:

* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
* জাপানে স্নাতক করেছেন এমন শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।
* জাপানী নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না। 
* শিক্ষার্থীকে অবশ্যই জাাপনের একটি গ্র্যাজুয়েট স্কুলে ২০২২ সালের এপ্রিলের মধ্যে কোর্স শুরু করতে হবে।
* স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* হোনজো ফাউন্ডেশন কর্তৃক অন্য কোনো বৃত্তি পেলে এই বৃত্তি পাওয়া যাবে না। 
* স্নাতকোত্তরে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ হতে হবে।
* পিএইচডিতে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ হতে হবে।
* কোর্স শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে।
* জাপানী ভাষায় দক্ষতা থাকতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে লগ ইন করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ